Wellcome to National Portal
Main Comtent Skiped

সেবার তালিকা

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-----

  • দেশের বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সম্বলিত মাসিক পরিসংখ্যান বুলেটিন, বার্ষিক পরিসংখ্যান পকেটবুক ও বর্ষ গ্রন্থ প্রকাশ করে।
  • প্রতি দশ বৎসর অন্তর জনশুমারী ও গৃহগণনা , কৃষি শুমারী, এবং অথনৈতিক শুমারী পরিচালনা ও প্রতিবেদন তৈরী করে।
  • মোট দেশজ উৎপাদন (GDP) এবং প্রবৃদ্ধির হারসহ অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক নির্দেশক (Indicators) যথা- সঞ্চয়, বিনিয়োগ, ভোগ, মাথাপিছু আয়, ইত্যাদি নিরূপন ও প্রকাশ করে।
  • ভোক্তার দৈনন্দিন জীবনযাত্রায় ব্যবহ্নত খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্য অন্তর্ভুক্ত করে মাস ভিত্তিক ভোক্তা মূল্যসুচক (CPI) নিরূপন ও প্রকাশ করে।
  • বৈদেশিক বানিজ্য পরিসংখ্যান প্রস্ত্তত ও প্রকাশ করে।
  • বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিকদের মজুরী সূচক প্রস্ত্তত ও প্রকাশ করে।
  • বিভিন্ন ফসলের উৎপাদন ও ফসলাধীন জমির পরিমান এবং ভূমি ব্যবহার সংক্রান্ত পরিসংখ্যান প্রস্ত্তত ও প্রকাশ করে।
  • শিশুপুষ্টি এবং শিশুদের অবস্থা সম্পর্কিত তথ্য সংগ্রহ, সংকলন ও প্রকাশ করে।
  • মহিলাদের উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে তাদের আর্থ-সামাজিক অবস্থা নিরূপনের জন্য Gender Statistics প্রস্ত্তত ও প্রকাশ করে।
  • খানায় আয় ও ব্যয় নির্ধারণ জরিপ পরিচালনার মাধ্যমে দেশের দারিদ্র পরিস্থিতি সম্পর্কিত তথ্য প্রস্তুত ও প্রকাশ করে।
  • জেলা পরিসংখ্যান কার্যালয়, নেত্রকোনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত বিভিন্ন রিপোর্টের তথ্য উপাত্ত সম্বলিত লাইব্রেরি রয়েছে যা সকলের জন্য উন্মুক্ত । এখানে স্বাধীনতার পর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতিষ্ঠিত হওয়ার পর হতে অদ্যাবধি বিভিন্ন ধরনের আর্থসামাজিক বিষয়ক রিপোর্টের তথ্য পাওয়া যাবে। লাইব্রেরিতে এসে ফ্রি রেজিস্ট্রেশন পূর্বক যে কোন রিপোর্ট অধ্যয়ন করা যাবে।
  • এছাড়াও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েব সাইট www.bbs.gov.bd এর প্রকাশনাসমূহ মেনু থেকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত বিভিন্ন রিপোর্টের তথ্য উপাত্ত সংগ্রহ করা যেতে পারে।

গুগল ম্যাপ

View Location on Google Maps

If the map is not visible, click here to open it in Google Maps.