Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-----

  • দেশের বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সম্বলিত মাসিক পরিসংখ্যান বুলেটিন, বার্ষিক পরিসংখ্যান পকেটবুক ও বর্ষ গ্রন্থ প্রকাশ করে।
  • প্রতি দশ বৎসর অন্তর জনশুমারী ও গৃহগণনা , কৃষি শুমারী, এবং অথনৈতিক শুমারী পরিচালনা ও প্রতিবেদন তৈরী করে।
  • মোট দেশজ উৎপাদন (GDP) এবং প্রবৃদ্ধির হারসহ অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক নির্দেশক (Indicators) যথা- সঞ্চয়, বিনিয়োগ, ভোগ, মাথাপিছু আয়, ইত্যাদি নিরূপন ও প্রকাশ করে।
  • ভোক্তার দৈনন্দিন জীবনযাত্রায় ব্যবহ্নত খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্য অন্তর্ভুক্ত করে মাস ভিত্তিক ভোক্তা মূল্যসুচক (CPI) নিরূপন ও প্রকাশ করে।
  • বৈদেশিক বানিজ্য পরিসংখ্যান প্রস্ত্তত ও প্রকাশ করে।
  • বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিকদের মজুরী সূচক প্রস্ত্তত ও প্রকাশ করে।
  • বিভিন্ন ফসলের উৎপাদন ও ফসলাধীন জমির পরিমান এবং ভূমি ব্যবহার সংক্রান্ত পরিসংখ্যান প্রস্ত্তত ও প্রকাশ করে।
  • শিশুপুষ্টি এবং শিশুদের অবস্থা সম্পর্কিত তথ্য সংগ্রহ, সংকলন ও প্রকাশ করে।
  • মহিলাদের উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে তাদের আর্থ-সামাজিক অবস্থা নিরূপনের জন্য Gender Statistics প্রস্ত্তত ও প্রকাশ করে।
  • খানায় আয় ও ব্যয় নির্ধারণ জরিপ পরিচালনার মাধ্যমে দেশের দারিদ্র পরিস্থিতি সম্পর্কিত তথ্য প্রস্তুত ও প্রকাশ করে।
  • জেলা পরিসংখ্যান কার্যালয়, নেত্রকোনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত বিভিন্ন রিপোর্টের তথ্য উপাত্ত সম্বলিত লাইব্রেরি রয়েছে যা সকলের জন্য উন্মুক্ত । এখানে স্বাধীনতার পর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতিষ্ঠিত হওয়ার পর হতে অদ্যাবধি বিভিন্ন ধরনের আর্থসামাজিক বিষয়ক রিপোর্টের তথ্য পাওয়া যাবে। লাইব্রেরিতে এসে ফ্রি রেজিস্ট্রেশন পূর্বক যে কোন রিপোর্ট অধ্যয়ন করা যাবে।
  • এছাড়াও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েব সাইট www.bbs.gov.bd এর প্রকাশনাসমূহ মেনু থেকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত বিভিন্ন রিপোর্টের তথ্য উপাত্ত সংগ্রহ করা যেতে পারে।